এসএন মিডিয়া- ইউবিজি নিউজ ডেস্ক:বজ্রবিদ্যুৎ এর আঘাতে মৃত্যু হলো বাবা ও ছেলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জের বালাভূত গ্রামপঞ্চায়েত এর উত্তর বালাভূত এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নিজেদের জমিতে ঝিঙ্গা তুলতে গিয়ে বজ্রবিদ্যুৎ এর আঘাতে মৃত্যু হয়
দেবেন মন্ডল ও তার ছেলে, দুলাল মন্ডলের।
দীর্ঘক্ষন কেটে গেলেও স্বামী ও ছেলে বাড়ি না ফিরলে তার স্ত্রী জমিতে গিয়ে দেখতে পান ক্ষেতের জমা জলের মধ্যেই পরে রয়েছে তার স্বামী ও ছেলের নিথর দেহ । তারপর চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থল থেকে দুইজন কে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক ছেলে ও বাবা কে মৃত বলে ঘোষণা করেন।