এসএন মিডিয়া-ইউবিজি নিউজ ডেস্ক:৬টি বিরল প্রজাতির তক্ষক সহ ৩ তিনজনকে গ্রেফতার করল বনদপ্তর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ফুলতলা এলাকায়।
এদিন ক্যানিং-বারুইপুর দিয়ে বাইকে করে যাওয়ার সময় বনকর্মীদের হাতে আটক হয়ে তিনজন।
সূত্রে খবর তক্ষক গুলিকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া তক্ষক গুলির মধ্যে মৃত অবস্থায় পায় বনদপ্তর এর কর্মীরা।
বলুন তথ্যসূত্র খবর তিনজনের নাম রিনা লস্কর, গিয়াসউদ্দিন মন্ডল ও আব্দুর রাজ্জাক লস্কর। ধৃতরা উস্তি ও কুলতলী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।